Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের উপরে চলা নির্যাতনের অপরাধ তদন্তে আইসিসিতে আবেদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৪:০৬ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৪:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংস হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) প্রসিকিউটর ফাতাও বেনসওদা।

বৃহস্পতিবার (৫ জুলাই) আইসিসির বিচারকের কাছে এ আবেদন জানান তিনি।

এ সময় মিয়ানমারের নিজ ভূমি থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করা, তাদের ওপর অমানবিক নির্যাতন ও নিপীড়নের তদন্তের আবেদন জানানো হয়।

এ বিষয়ে প্রসিকিউটর ফাতাও বলেন, প্রাথমিকভাবে প্রমাণিত যে, অন্তত সাত লাখ রোহিঙ্গাকে মিয়ানমার থেকে উচ্ছেদ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অমানবিক নির্যাতনের ভুক্তভোগী এসব মানুষ রাখাইনে নিজ ভূমিতে ফিরে যেতেও অধিকার বঞ্চিত হচ্ছে।

জাতিসংঘের মতে, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি নিগৃহীত জাতি হচ্ছে রোহিঙ্গা মুসলিম গোষ্ঠী। ২০১২ সালের তাদের ওপর জাতিগত সংঘাত চালিয়ে নিজ ভূমি থেকে পুরোপুরি উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করে মিয়ানমার সরকার।

এছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে পড়ে নির্যাতনের শিকার সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পরবর্তীতে, জাতিসংঘ এ ঘটনাকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দেয়।

জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের মতে, রোহিঙ্গারা এ সময়টাতে মায়ানমারে হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগের শিকার হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এবং স্থানীয় উগ্রপন্থী বৌদ্ধ জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর এ মানবতাবিরোধী অপরাধ চালায়।

Bootstrap Image Preview