Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview


বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার নামে প্রতারণা করে অর্থআত্মসাতের ঘটনায় পিঞ্জিরা আক্তার (৪৫) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। পিঞ্জিরা আক্তার শেরপুর উপজেলার বিরইল পূর্বপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের মেয়ে ।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের বিষয়ে জানতে পেরে, পিঞ্জিরা আক্তার তার নিকট আত্মীয় টাংগাইল জেলার নাগরপুর ধুপুরিয়া গ্রামের আব্দুর রহিম মাস্টার-এর পুত্র জাহিদুর রহমান (৪৫) এর মারফত পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম (১৯) এবং তার অভিভাবক এর সাথে ১০লক্ষ টাকার চুক্তি করে।

প্রাথমিক পর্যায়ে তারা চাকরি প্রত্যাশী রবিউলের নিকট থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু রবিউল সম্প্রতি পুলিশে চাকরিতে কোনো টাকা পয়সা লাগবে না, বগুড়া জেলা পুলিশের এমন জোরালো প্রচার-প্রচারণা জানতে পেরে তাদের দেয়া ৫০হাজার টাকা ফেরত নেওয়ার জন্য চাপ দিলে, তখন ওই প্রতারক চক্রটি টাকা না দিয়ে তালবাহানা শুরু করে।

পরে বিষয়টি বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ জানতে পেরে এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশকে নিদের্শনা দেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসলাম আলীর নের্তত্বে বুধবার রাতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য পিঞ্জিরা আক্তারকে গ্রেফতার করে।

Bootstrap Image Preview