Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৭:১০ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৭:১০ PM

bdmorning Image Preview


“সঠিক তথ্য দিয়ে ভোটার হোন, হালনাগাদ কার্যক্রমে সহায়তা করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ হাসিবুল্লাহ হাসিব, উপজেলা আ’লীগের (ভারঃ)সভাপতি আবু নজির মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপ সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াস উদ্দিন, শিক্ষা অফিসার মনিরুজ্জামান ও প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওমর ফারুক  বলেন, ১লা জানুয়ারি ২০২২ সালে যারা ভোটার হওয়ার যোগ্য তাদের ও তথ্য নেয়া হচ্ছে। নির্ভুল তথ্য দিতে হবে, ভুল তথ্য কখনো দেয়া  যাবে না।যার যার অবস্থান থেকে প্রচার-প্রচারণা করতে হবে।

চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার বলেন, সারাদেশের ন্যায় চৌহালীতে ভোটার তালিকা  হালনাগাদ করার ব্যাপারে ভুমিকা পালন করবে ইউপি চেয়ারম্যানগন। কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষকবৃন্দ ব্যপক ভুমিকা পালন করবেন। তবেই তথ্য সংগ্রহ করা সফল হবে।

এসময় উপজেলার ইউপি চেয়ারম্যান, সরকারি দফতর প্রধান, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview