Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলোড়ন তোলা সেই ভাষণ ছিল যুক্তরাষ্ট্রের কপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৯:৫৩ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৫:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পশ্চিমবঙ্গ প্রদেশের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে তার প্রথম ভাষণেই সবার নজর কেড়েছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে একটি মার্কিন প্রকাশনা থেকে হুবহু কপি করে সংসদে ভাষণ দিয়েছিলেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরী এক টুইটে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত আসল নথি ও মহুয়া মৈত্রের ভাষণ পাশাপাশি প্রকাশ করেছেন।

সেখানে তিনি তুলে ধরেন, মহুয়া তার ভাষণে ২০১৭ সালের ৩১ জানুয়ারি ওয়াশিংটন মান্থলি নামে এক পত্রিকায় প্রকাশিত ওয়ার্নিং সাইনস অফ ফ্যাসিজম শীর্ষক প্রতিবেদনের ১২টি চিহ্নের ৬টি হুবহু ব্যবহার করেছেন।

সুধীর চৌধুরী তার টুইটে আরও তুলে ধরেন, মার্টিন লংম্যানের আসল প্রতিবেদনটিতে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গায় ভারত ও ডোনাল্ড ট্রাম্পের বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম বসিয়ে সেটি সংসদে পাঠ করেছেন মহুয়া।

তৃণমূল সাংসদ মহুয়া তার ভাষণে তুখোড় ইংরেজি আর স্পষ্ট উচ্চারণে কিছুক্ষণের জন্য যেন পুরো সংসদ স্তব্ধ করে দিয়েছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার ভাষণ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। হুবহু কপি করে সংসদে ভাষণ দিলেও কৃতজ্ঞতা স্বীকার না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।  

 

Bootstrap Image Preview