Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তির ধর্মাবলম্বীরাই জান্নাতবাসী হবেনঃ চরমোনাই পীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview


চরমোনাই পীর ফয়জুল করিম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। শান্তির ধর্মাবলম্বীরাই জান্নাতবাসী হবেন। 

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা ঈদগাহ ময়দানে ২৫ নং ওয়ার্ড মুজাহিদ কমিটি ও এলাকাবাসী’র উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ানকালে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম আরও বলেন, আপনারা চরমোনাইয়ের মুরিদ হন বা না হন দ্বীনের পথে আসেন। আমলনামা ভাল না হলে সৃষ্টিকর্তার কাছে কি জবাব দিবেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা ছানাউল্লা নূরী, সভাপতি ইসলাম আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা।

আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবুল কাসেম, মুহতামীম,মদিনাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা,লক্ষনখোলা। মাওলানা মুফতি আব্দুল হান্নান,ইমাম ও খতিব, দক্ষিন লক্ষনখোলা বড় সমাজ জামে মসজিদ। হাজ্বী মোহাম্মদ রফিকুল ইসলাম আমিরাবাদি, ইমাম, বাইতুল মামুর জামে মসজিদ, চৌরাপাড়া সোমবারিয়া বাজার।

অনুষ্ঠানে সার্বিক অসহযোগিতায় ছিলেন হাজ্বী সাইদুর রহমান লিটন, হাজ্বী আলতাফ হোসেন, শামীম সরদার, মোঃ সজল হোসেন, মোঃ মাহাবুব হোসেনসহ আরো অনেকে।

উক্ত ওয়াজের মাধ্যমে প্রধান বক্তা জান্নাত ও জাহান্নামের কথা বর্ণনা করে সবাইকে নামাজের মাধ্যমে আল্লাহর পথে চলার আহবান জানান।

Bootstrap Image Preview