Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে ৫০টি পরিবার উচ্ছেদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৯:০৪ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০৯:০৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ইম্পেরিয়াল হাসপাতাল সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে অর্ধশত ঝুঁকিপূর্ণ অবৈধ বসতঘর ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। 

বুধবার (৩ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফায়ার সার্ভিস, সিএমপি, রেলওয়ে ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ ওই পাহাড় থেকে ৫০টি ঘরবাড়ি উচ্ছেদ করে ১৫৬ জন বসবাসকারীকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্ষায় ভারী বর্ষণে পাহাড়ধসে যাতে কোনো প্রাণহানি না ঘটে এজন্য পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে। এসব পাহাড়ের পাদদেশে অবৈধ স্থাপনা তৈরি করে মৃত্যুঝুঁকি নিয়ে বাস করছে ৮৩৫টি পরিবার।

এদের উচ্ছেদে এবার বর্ষার আগে থেকেই উচ্ছেদ অভিযান শুরু করেছি আমরা। ফের যাতে তারা বসবাস শুরু করতে না পারে এজন্য গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview