Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলের বিপক্ষে হারের পর মেসির গুরুত্বর অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৫:১৬ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০৫:১৬ PM

bdmorning Image Preview


ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়ে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

কিন্তু খেলা শেষে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন লিওনেল মেসি। তার দাবি, আর্জেন্টিনাকে দুটি পেনাল্টি দেয়া হয়নি।

মেসি  বলেন, ম্যাচে বেশ আগভাগেই গোল পেয়ে যায় ব্রাজিল। কিন্তু এর পর সার্জিও আগুয়েরোকে ন্যায্য পেনাল্টি দেয়া হয়নি। আমি মনে করি, আমরা দুটি পেনাল্টি পেতাম। একটি নিকোলাস ওতামেন্ডি, আরেকটি কুনের (আগুয়েরো) ক্ষেত্রে। কিন্তু আমাদের বঞ্চিত করা হয়েছে।

তিনি আরও  বলেন, রেফারিরা জঘন্যভাবে ম্যাচ পরিচালনা করেছেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দরকার হলেও তার সাহায্য নেয়া হয়নি। এসব অবিশ্বাস্য। আমরা অনেক চেষ্টা করেছি। ছন্দময় ফুটবল খেলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোল পায়নি। গোলপোস্টে দুবার বল লেগে ঘুরে এসেছে আমাদের।

Bootstrap Image Preview