Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাহোর বিমানবন্দরে হামলা, পাকিস্তান জুড়ে আতঙ্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০২:০২ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০২:০২ PM

bdmorning Image Preview


বুধবার সকালে বন্দুক হামলায় পাকিস্তানের লাহোর শহরে বিমানবন্দরে এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

নিহত যুবকের নাম জাইন রফিক, বয়স ২৮। তিনি উমরাহ শেষে দেশে পা রেখেই প্রাণ হারালেন। এ ঘটনায় আহত আরেক ব্যক্তি হাসপাতালে মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, বুধবার সকালে এক ব্যক্তি ট্যাক্সি করে আসে। এরপর বিমানবন্দরে ঢুকে মাটিতে শুয়ে পকেট থেকে বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় তার পাশেই ছিল দুই নারী।

এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি কতে শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা বিমানবন্দর সংলগ্ন সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। বন্ধ রয়েছে বিমানবন্দরের প্রবেশ পথও।

ঘাতক মক্কা থেকে আগত কয়েকজন যাত্রীকে লক্ষ্য করে ওই হামলা করেন বলে জানা গেছে। তিনি কি কারণে এ হামলা চালান তা স্পষ্ট নয়।

তবে পুলিশ বলছে, এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই, ব্যক্তিগত কারণে হামলা চালানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Bootstrap Image Preview