Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিবিয়ায় আফ্রিকান অভিবাসীদের উপরে বিমান হামলা, নিহত ৪০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০১:৫৪ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


লিবিয়ার এক অভিবাসী কেন্দ্রে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন গুরুতর আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই আফ্রিকান অভিবাসী বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তবে হামলায় হতাহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক বছর ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য এই লিবিয়াকে ট্রানজিট জোন হিসেবে বেছে নিয়েছে অভিবাসী প্রত্যাশীরা ।

এ হামলার জন্য সাবেক জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) দায়ী করেছে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ) ।

বিমান হামলাটি যেখানে হয়েছে সেই তাজৌরা এলাকায় জিএনএ-র অনুগত বাহিনীগুলোর সঙ্গে এলএনএ-র লড়াই চলছে।

লিবিয়ার জরুরি বিভাগের মুখপাত্র ওসামা আলী জানিয়েছেন, হামলার শিকার ওই অভিবাসী আটক কেন্দ্রটিতে মোট ১২০ জন অভিবাসন প্রত্যাশী ছিল।

Bootstrap Image Preview