Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় ফ্রিজের কম্পেসার বিস্ফোরণে দেয়াল ধসে শিশু নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ১২:৩৮ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আশুলিয়ায় বাড়ির দেয়াল ধসে দেড় বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে কাঠগড়া এলাকার আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাসিন। তার বাবা নাজমুল ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন। আহতরা হলেন- মিম (৪), মৌসুমি (২২), আবুল কালাম (৫৫) ও দিপু (২২)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার কাঠগড়া এলাকার আকবরের বাড়ির ভাড়াটিয়া নাজমুলের স্ত্রী সকালে রান্না করার জন্য আগুন জ্বালায়। এসময় গ্যাসের লাইনের লিকেজ থেকে হঠাৎ করেই আগুন ধরে পাশেই থাকা ফ্রিজের কম্পেসারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে ওই বাড়ির দুই পাশের দেয়াল ধসে নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়। দেয়ালের নিচে চাপা পড়ে আরও চার জন আহত হয়েছে। খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহত শিশুর বাবা নাজমুল অভিযোগ করে বলেন, ওই বাড়িতে ৫টি কক্ষ রয়েছে। বেশ কয়েকদিন ধরে গ্যাস লাইনে লিকেজ হওয়ার পরই বাড়ির মালিককে বিষয়টি জানাই। কিন্তু তিনি কোনও ব্যবস্থা না নেওয়ায় আজ এই দুর্ঘটনা ঘটলো।

আশুলিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গির আলম বলেন, ‘বাড়িটি অনেক পুরনো। গ্যাসের লাইনে লিকেজ থেকে আগুন ধরে ফ্রিজে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে বাড়ির দুই পাশের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় নিহত শিশুর মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়েছে।’

Bootstrap Image Preview