Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে অসচ্ছল জনসাধারণের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ১০:০৫ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১২:৪৪ AM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালীতে ২০১৮-২০১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন (এডিপি) অর্থায়নে অসচ্ছল জনসাধারণের মাঝে সেলো মেশিন, বাই-সাইকেল, ফ্যান, স্প্রে মেশিন, হুইল চেয়ার ও টিউবয়েলসহ অন্যান্য মালামাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে চৌহালী উপজেলা পরিষদ কাঠাল বাগান চত্তরে ১০১৬ জন অসচ্ছল জনসাধারণের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হয়।

চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকারের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মমিন মন্ডল এমপি।

এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির,চৌহালী থানা অফিসার ইনচার্জ হাসিবুল্লাহ হাসিব, উপজেলা সহকারি প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, উপজেলা আ’লীগের (ভার) সভাপতি আবু নজির মিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, আব্দুর রশিদ বাবুল, আঃ মজিদ সরকার, যুগ্ন সম্পাদক তাজ উদ্দিন ও এনায়েতপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপজেলার উপকারভোগীদের মাঝে ৭৩টি ফ্যান, ৩৫টি হুইল চেয়ার, ৬৬টি স্প্রে মেশিন, ৪৬টি নলকুব, ৭৮টি সেলাই মেশিন, ৯০টি বাই সাইকেল, ২০ ক্রিকেট সেট, ১৩টি সেলু মেশিন, জেলেদের ৪০টি লাইব ব্যাষ্ট, ৪৫০ ডাষ্টবিন, ৭৫টি ফুটবল ও ৩০টি ভলিবল বিতরণ করা হয়।

প্রধান অতিথি আব্দুল মমিন মন্ডল এমপি বলেন, আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেছেন, আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন আপনাদের সহযোগিতা পেলে চৌহালীর গ্রাম হবে শহর। আগামী ১০ দিনের মধ্যে নদী ভাঙ্গন সমস্যা সমাধানের কাজ করব এবং সকল সমস্যা লাগবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।

এছাড়াও চেয়ারম্যান ফারুক সরকার বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন গ্রাম হবে শহর, তারই ধারাবাহিকতায় এমপি মহোদয়কে সাথে নিয়ে আমি খাষপুকুরিয়া ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। নদী ভাঙ্গনরোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ। অনুষ্ঠানকে বেগবান করতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview