Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানকে ফের সতর্ক করলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview


ইরানকে ফের সতর্ক করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়ামের মজুদ বাড়ানো হয়েছে- ইরানের এমন ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান আগুন নিয়ে খেলছে।

সোমবার (১ জুলাই) হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা জানে তারা কি করছে। তারা জানে তারা কি নিয়ে খেলছে এবং আমি মনে করি তারা আগুন নিয়ে খেলছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানান, তার দেশ ইউরেনিয়াম মজুদের ৩০০ কেজির সীমা ছাড়িয়েছে। এরপরই এমন বার্তা দিলেন মার্কিন এ প্রেসিডেন্ট।

ইতিমধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কয়েকজন পরিদর্শক ইরান মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামের ৩০০ কেজির সীমা অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছেন।

এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতবা জলনৌর সোমবার এক হুঁশিয়ারি বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েলকে আধা ঘণ্টায় ধ্বংস করে দেয়া হবে।

Bootstrap Image Preview