Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়াসার ড্রেনের বেহাল দশা, ডিএসসিসির ১৬ ওয়ার্ডে জলাবদ্ধতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview
সংগৃহীত


হালকা বর্ষাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬টি ওয়ার্ডের ৩০টি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। আর এই সমস্যার সমাধানে জন্য কাজে নেমে ডিএসসিসির সংশ্লিষ্টরা দেখেন ঢাকা ওয়াসার ড্রেনের কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদনও তৈরি করে ওয়াসাকে দেওয়া হলেও কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না।  

ডিএসসিসির তালিকা অনুযায়ী স্থানগুলো হচ্ছে ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি ২৭ নম্বর রোড ও পশ্চিম ধানমন্ডি ঈদগাহ রোড; ১৮ নম্বর ওয়ার্ডের নিউমার্কেট সাইকেল স্ট্যান্ড; ১৯ নম্বর ওয়ার্ডের পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনের ইস্কাটন রোড; ২০ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকা; ২৭ নম্বর ওয়ার্ডের নাজিমউদ্দিন রোড ও ঢাকা কারাগার সদর দফতরের সামনের অংশ; ২২ নম্বর ওয়ার্ডের গনকটুলী সিটি কলোনির সামনের এলাকা; ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ পার্ক; ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা কাঁচাবাজার মসজিদের পাশের এলাকা; ৩২ নম্বর ওয়ার্ডের বংশাল ২৮ কে পি ঘোষ স্ট্রিট কসাইটুলী; ৩৩ নম্বর ওয়ার্ডের আগাদাদেক রোড, আগামাসি লেন, আব্দুল হাদি লেন, বাংলাদেশ মাঠের সামনের রাস্তা, মাজেদ সরদার রোড ও সিক্কাটুলী; ৩৪ নম্বর ওয়ার্ডের কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, সিদ্দিক বাজার ও আলু বাজার; ৩৬ নম্বর ওয়ার্ডের আওলাদ হোসেন লেন ও নবরায় লেন; ৭, ৩৯ ও ৪৯ নম্বর ওয়ার্ডের মিয়াজান গলি, মাদরাসা গলি, ঋষি পাড়া, কে এম দাস লেন সংলগ্ন রাস্তা, আরকে মিশন রোড ও অভয়দাস লেন গোপীবাগ বাজার রোড এবং ৩৯ নম্বর ওয়ার্ডের ধলপুর স্ট্যাফ কোয়ার্টার ও ১৪ নং আউটফল (র‌্যাব-১০) ধলপুর ওয়াসা রোড।

এবিষয়ে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার। বড় বড় ড্রেনগুলোরও মালিক তারা। তাদের ড্রেন কিংবা সংযোগ ড্রেনের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি গিয়ে পড়ে আমাদের সংযোগ ড্রেনগুলোতে। আমাদের ড্রেনগুলো পরিষ্কার করতে গিয়ে দেখি ঢাকা ওয়াসার ড্রেনগুলোর অবস্থা খারাপ।’

তিনি আরও বলেন, ‘তাদের ড্রেনের কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা হয়, আমরা তার একটা তালিকা করে ঢাকা ওয়াসাকে দিয়েছি।’

ডিএসসিসি সূত্র জানিয়েছে, বর্ষার শুরুতে সংস্থাটি তার আওতাধীন সব ড্রেন পরিষ্কারের পরিকল্পনা হাতে নেয়। সে অনুযায়ী গত বছরের ২০ ডিসেম্বর থেকে গত ৩০ জানুয়ারি পর্যন্ত তালিকা ডিএসসিসির ৫টি অঞ্চলের সব ড্রেন পরিষ্কার করে। এসময় ঢাকা ওয়াসার ড্রেনের কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। সেটি বাস্তবায়ন হলে এই সমস্যা থাকবে না।’

Bootstrap Image Preview