Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তাল হংকং, পুলিশের প্রতিরোধ ভেঙ্গে দিল বিক্ষোভকারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হংকংয়ে পুলিশের লাঠিচার্জ, মরিচের গুঁড়ো ছিটানোসহ সকল প্রকার প্রতিরোধ ভেঙে সরকারের সদর দপ্তরে ঢুকে পড়েছে হাজার হাজার বিক্ষোভকারী।

সোমবার (১ জুলাই) হংকং’কে চীনের কাছে হস্তান্তরের বার্ষির্কী পালন উপলক্ষে গণতন্ত্রপন্থী বিশাল এক সমাবেশের আয়োজন করে বিক্ষোভকারীরা।

এ সময় তারা বিভিন্ন রাস্তা দখল করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মরিচের গুঁড়ো ছিটিয়েছে এবং ব্যাপক লাঠিচার্জ করেছে। পরে তারা পুলিশের প্রতিরোধ ভেঙে সরকারের সদর দপ্তরে ঢুকে পড়ে।

হংকংয়ের বেইজিংপন্থী নেতাদের সহযোগিতায় এখানকার স্বাধীনতা ও সংস্কৃতির ওপর চীনের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ জানাতেই আধা-স্বায়ত্তশাসিত এ নগরীতে বিগত তিন সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ চলছে।

এসব বিক্ষোভ থেকে হংকং’কে চীনের মূল ভূখন্ডের সঙ্গে একীভূত করার সুযোগ দেবে এমন আইন প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।

এএফপি’র এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, হস্তান্তর বার্ষিকী পালন উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠানের স্বল্প সময় আগে পুলিশ রাস্তা অবরোধ করে থাকা বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে এক নারী বিক্ষোভকারী আহত হয়। পুলিশের লাঠির আঘাতে আহত ওই নারীর মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।

উল্লেখ্য,১৯৯৭ সালের ১ জুলাই হংকং ব্রিটেনের হাত থেকে চীনা শাসনে ফিরে গেলেও একটি বিশেষ বন্দোবস্তের আওতায় নগরীটি এখনো পৃথকভাবে পরিচালিত হচ্ছে। এটি ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নামে পরিচিত।

 

Bootstrap Image Preview