Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সান্তাহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় রাষ্ট্রীয় কোষাগার থেকে জনপ্রতিনিধিদের সম্মানী ভাতাসহ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা ও পেনশন সুবিধার দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। 

সোমবার (১ জুলাই) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা কার্যালয় চত্বরে এ কর্মসূচি শুরু করেন।

সান্তাহার পৌর ভবনের সামনে চলা ওই কর্মসূচিতে প্যানেল মেয়র জার্জিস আলম রতন তার বক্তব্য সংহতি প্রকাশ করেন।

সান্তাহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এ্যসোসিয়েশনের সভাপতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, ক্যাশিয়ার বকুল,পাম্প চালক তুহিন ইসলাম,বিলকিছ আনছারী,মোসলেমা,আতাউর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা অবিলম্বে তাদের দীর্ঘদিনের দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

Bootstrap Image Preview