Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ী পৌরসভার কর্মচারীদের ৪৮ঘন্টা কর্মবিরতি পালন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৬:৩৭ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতার দাবিতে গোদাগাড়ী পৌরসভার কর্মচারীরা ৪৮ঘন্টা কর্মবিরতি পালন করেছে।

সোমবার (১ জুলাই) নিজ পৌরসভায় ও আগামী ২ জুলাই মঙ্গলবার সারা বাংলাদেশে একযোগে সকল কর্মচারীরা রাজশাহী জেলা কোর্ট শহিদ মিনারে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবেন।

জানা যায়, দীর্ঘদিন থেকে রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন বাংলাদেশের পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। এজন্য আগে হতেই আন্দোলন চালিয়ে আসছিলো তারা।কিন্তু মধ্যখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন বন্ধ রেখেছিলো। 

কিন্ত সেই আশ্বাসে ভরসা না পেয়ে আবারও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন একযোগে সরাদেশে ৪৮ ঘন্টার নিজ-নিজ পৌরসভার সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে। তারই ধাবাবাহিকতায় গোদাগাড়ী পৌরসভায় সকল কর্মকর্তা কর্মচারীরা সোমবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত পৌরসভার সকল সেবা বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করছে।

তাদের দাবি পৌরসভা স্বায়িত্ব শাসিত হওয়ায় নিজেদের ইনকামে বেতন ভাতা সময় মত পাই না। তাই সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারি কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন চালু যায়। অনেক সময় আমাদের মানবেতর জীবন-যাপন করতে হয়।

গোদাগাড়ী পৌরসভা সার্ভিস সমিতির সভাপতি খায়রুল ইসলাম বলেন , আমাদের দাবি সরকার কে মানতে হবে । বহুদিন হতে আমরা কষ্টে জীবন যাপন করে আসছি । আমাদের দাবি না মানলে বড় কর্মসূচি দিবো এবং আগামি ১৪ জুলাই ঢাকা শহিদ মিনার ও প্রেস ক্লাবের সামনে অবস্থায় নিবো বলে জানান।

গোদাগাড়ী পৌরসভা সার্ভিস কমিতির সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ জানান, আমরা পৌরসভায় নিয়মিত বেতন পাই না। গত ১৪ মাস হতে বেতন নাই । ছেলে মেয়েদের নিয়ে মানবেতর জীবন যাপন করছি । আমরা স্থানীয় সরকারের আধীনস্ত সকল নিয়মে চলি । কিন্তু অন্যরা রাষ্ট্রীয় কোষাগার হতে বেতর ভাতাসহ অন্যান সুবিধা পেলে আমরা পাব না কেন?। তাই প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন আমাদের বিষয়গুলি বিবেচনা করে রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন দেওয়া হোক।

এদিকে হঠাৎ করেই পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করায় পৌরসভায় সেবা নিতে এসে ফেরত যাচ্ছেই পৌর নাগরিকরা।

Bootstrap Image Preview