Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview


রাষ্ট্রীয় কোষাগার হতে শতভাগ বেতন, ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা আদায়ের দাবীতে বগুড়ার ধুনট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। 

সোমবার (১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত পৌরসভা প্রাঙ্গনে কর্মকর্তা-কর্মচারীরা উক্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার এসেসর আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সহসভাপতি ও ধুনট পৌরসভার সচিব শাহিনুর ইসলাম, জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সহকারী প্রকৌশলী আবু হাসান ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক এইচ এম নয়ন, ধুনট পৌরসভার সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খলিলূর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি জহুরুল ইসলাম, সদস্য এনামুল হক, নাজমুল হক, মাহমুদুল ইসলাম, মাহবুবা আকতার, ফারুক হোসেন, আফরোজা কেয়া, মিজানূর রহমান, আবুল কালাম আজাদ, সম্রাট আকবর, আলমগীর হোসেন, রমজান আলী, আব্দুল বাসেদ, রেজাউল করিম, আলী হায়দার ও আব্দুল হালিম প্রমুখ।

Bootstrap Image Preview