Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালেবানের হামলায় প্রাণ গেল ৮ নির্বাচন কর্মকর্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ১১:১৫ AM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে হামলা চালিয়ে দেশটির কমপক্ষে আটজন নির্বাচন কর্মকর্তার প্রাণ কেরে নিয়েছে তালেবানরা।

রবিবার দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ কথা বলেছেন। শনিবার রাতে জেলা পরিষদের ভেতরে এই হামলায় এ ঘটনা ঘটে।

দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) এর মুখপাত্র জাবিউলুল্লাহ সাদাত জানান বলেন, শনিবার রাতে দক্ষিণ কান্দাহার প্রদেশের মারুফ জেলার একটি কেন্দ্রে হামলা চালানোর জন্য তালেবানরা বিস্ফোরক ভর্তি যানবাহন ব্যবহার করেছিল।

এসময় তালেবান হামলায় কমিশনের আট কর্মকর্তা প্রাণ হারান। তারা ভোটারদের নিবন্ধন করার জন্য জেলার সরকারি অফিসে অবস্থান করছিলেন।

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আফগান তালেবান। ইসলামপন্থী সশস্ত্র এই সংগঠনটির মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বলেছেন, তালেবান যোদ্ধারা নির্বাচন কমিশনের আট কর্মকর্তা এবং আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের (এএনডিএসএফ) ৫৭ সদস্যর প্রাণ কেরে নিয়েছে।

পুলিশের একজন মুখপাত্র কাসিম আফগান বলেন, হামলায় কিছু নিরাপত্তা বাহিনীর কর্মীও প্রাণ হারিয়েছেন এবং জেলার সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বন্ধ রয়েছে।

Bootstrap Image Preview