Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুসলিমদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন ৬ অমুসলিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ৬ জন অমুসলিম কয়েদি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রবিবার দেশটির রাস আল খাইমাহ শহরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই ৬জন আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

জেল সুপার বিগ্রেডিয়ার ইয়াকুব ইউসুফ আবু লায়লা বলেন, ওই ৬ জন অমুসলিম বন্দি কর্তৃপক্ষের কাছে ইসলাম গ্রহণের আগ্রহের কথা জানান। তারা সবাই নাইজেরিয়ার নাগরিক। ওই ৬ জনের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী।

কর্তৃপক্ষ জানায়, ওই ৬ অমুসলিম কয়েদিকে ধর্মান্তরিত হতে কোনোভাবে বাধ্য করা হয়নি। তারা কারাগারের অন্য বন্দীদের থেকে ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার পর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।

জেল সুপার আবু লায়লা আরও বলেন, রাস আল খাইমা কারাগারে ইসলামের সহনশীল ও উদারতা বিষয়ে বন্দীদের মধ্যে কোনো প্রচারণা চালানো হয় না। ইসলাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেয়ার পরই তারা ধর্মান্তরিত হয়েছেন। তাদেরকে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হয়নি।

ইসলাম গ্রহণের আনুষ্ঠাকিতা হিসেবে স্থানীয় দার আল বের সোসাইটি এবং জাকাত ফান্ডের কর্মকর্তারা নাইজেরিয়ান ওই ৬ নাগরিককে কালিমায়ে শাহাদাত পড়িয়েছেন।

Bootstrap Image Preview