Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় ইউপি উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ০৮:৪৩ PM

bdmorning Image Preview


বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ও মাঝিহট্ট ইউনিয়নের উপ-নির্বাচনের মনোনয়নপত্র উৎসবমূখর পরিবেশে দাখিল করেছে প্রার্থীরা।

রবিবার (৩০ জুন) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দিনভর নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মোট ৫জন চেয়ারম্যান প্রার্থী ও ৩জন সংরক্ষিত আসনের নারী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদত্যাগ করার ফলে উক্ত চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়। ফলে উক্ত শূণ্য পদে মোট ৫জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

তারা হলেন- শফিকুল ইসলাম (স্বতন্ত্র), তাজুল ইসলাম (আ’লীগ), নাছিম পারভেজ ((স্বতন্ত্র), আব্দুর রশিদ ((স্বতন্ত্র), সালাহ্ উদ্দিন মিল্লাত (স্বতন্ত্র)। এছাড়াও উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ২নং ওয়ার্ড সংরক্ষিত নারী সদস্য পদে মালেকা সুলতানা, বেদেনা বিবি ও নাছিমা বিবি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি আমাদের অনুকুলে রয়েছে। কেউ অনাকাঙ্খিত ঘটনা ঘটালে কোন ছাড় দেওয়া হবে না।

Bootstrap Image Preview