Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি :
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৯জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখা।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধ কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী নূর চৌধুরী বর্তমানে কানাডায় অবস্থান করছে। নয় বছর আগে থেকে বাংলাদেশ সরকার আইনি লড়াইয়ের মাধ্যমে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করলেও কানাডা সরকার এখনো তাকে ফেরত দেয়নি।

কানাডা সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা আরও বলেন, আপনারা নূর চৌধুরীকে ফেরত দেওয়ার মধ্যদিয়ে একটি নৃ:শংস হত্যাকান্ডের বিচারে সহযোগিতা করেন। অবিলম্বে নূর চৌধুরীকে ফেরত দিতে হবে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড.অনিত মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি এড.আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশিক-ই-এলাহী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণ নাথ দাশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মুখার্জী প্রমুখ।

Bootstrap Image Preview