Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিম জং উনের সঙ্গে দেখা করার জন্য ট্রাম্পের টুইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৯:৩৯ AM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৯:৩৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়া সীমান্তে দেখা করার আগ্রহী।

জাপানে অবস্থানরত ট্রাম্পের জি-২০ সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে। শনিবার দুই দিনের সফরে সিউল পৌঁছাবেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা আবারও শুরু করাই তার এই সফরের লক্ষ্য বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। পরে এবছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। কিন্তু ট্রাম্প অসম্মানজনক প্রস্তাব দিয়েছেন দাবি করে বৈঠক ছেড়ে বের হয়ে আসেন কিম। 

শুক্রবার জাপানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, 'চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর আমি জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছি (প্রেসিডেন্ট মুনের সঙ্গে)। উত্তর কোরিয়ার নেতা কিম যদি এটা দেখে থাকেন তাহলে সীমান্তে আমি তার সঙ্গে দেখা করতে চাই, কেবলমাত্র হাত মিলিয়ে হ্যালো বলতে!'

ট্রাম্প বারবার বলে আসছেন উত্তর কোরিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিলের পূর্বে পিয়ংইয়ংকে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। তবে হ্যানয়ে বৈঠকের পর বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতার কাছে ব্যক্তিগত একটি চিঠি লেখেন ট্রাম্প। ওই চিঠির বিষয়বস্তুকে চমৎকার বলে আখ্যা দেন কিম। সম্প্রতি সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, কিমের নেতৃত্বে উত্তর কোরিয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।

Bootstrap Image Preview