Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলকে একটি বৈধ রাষ্ট্রের স্বীকৃতি দিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ১০:১৩ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ১০:১৩ PM

bdmorning Image Preview


দখলদার ইসরাইলকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আল খলিফা।

তার এই উদ্যোগের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিদের একটি সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি)। খবর ইয়েনি শাফাকের।

এক বিবৃতিতে পিএফএলপি জানায়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য স্পষ্ট বিশ্বাসঘাতকতা। ফিলিস্তিনি ইস্যু মুছে দেয়ার পরিকল্পনায় বাহরাইনের সরকার গভীরভাবে জড়িত।

এতে বলা হয়, তাদের এই অবস্থান ভ্রাতৃতুল্য বাহরাইনের জনগণের সঙ্গে বৈপরীত্য অবস্থান তৈরি করবে। বাহরাইনের জনগণ ফিলিস্তিনিদের ইস্যু ও আরবদের অধিকার নিয়ে শক্তিশালী সমর্থন জানিয়েছে।

এর আগে বুধবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী টাইমস অব ইসরাইলকে বলেছেন, এই অঞ্চলে ইসরাইল একটি দেশ এবং তাদের থাকার প্রয়োজন আছে।

‘সুতরাং আমরা বিশ্বাস করি ইসরাইল একটি দেশ হিসেবে থাকবে এবং আমরা চাই এর সঙ্গে ভালো সম্পর্ক থাকুক। আমরা এর সঙ্গে শান্তি চাই।’

ইসরাইল-ফিলিস্তিনের সংকটের সমাধান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শতাব্দীর সেরা সমঝোতার’ অর্থনৈতিক অংশের আলোচনা বসে বাহরাইনে। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বাহরাইনের জনগণ।

মঙ্গলবার থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী বৈঠক ফিলিস্তিনি নেতারা প্রথম থেকেই বয়কট করেন।

এর দুইদিন আগে বাহরাইনে সমাজকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন আলোচনার বিরুদ্ধে জোরালো প্রচারণা চালায়।

মানামায় আলোচনা অনুষ্ঠিত হওয়া নিয়ে দেশটির জনগণের তোপের মুখে পড়ে বাহরাইন সরকার। প্রত্যেক বাড়িতে ফিলিস্তিনের পতাকা বৃদ্ধি পাওয়ায় তাদের প্রত্যাশা ব্যর্থ হয়।

Bootstrap Image Preview