Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রচণ্ড গরমে স্পেনে ছড়িয়ে পড়েছে দাবানল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


প্রচণ্ড গরমে পুড়ছে ইউরোপ। পূর্বাভাস বলছে, এবারের তাপ প্রবাহ অঞ্চলটির অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। এর মধ্যেই আবার স্পেনে ছড়িয়ে পড়েছে দাবানল। 

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, প্রচণ্ড গরম থেকেই এই দাবানলের সৃষ্টি হয়েছে। এটা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্পেনের অগ্নিনির্বাপণ কর্মীরা।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের তারাগোনা শহরের কাছে দাবানলটি ছড়িয়ে পড়েছে। কাতালান আঞ্চলিক সরকার জানায়, এতে ১০ হাজার একর বনভূমি এবং অন্যান্য শস্যক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবশেষ খবরে বলা হয়েছে, দাবানলটি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। অঞ্চলটি থেকে ৫৩ জনকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০০ কর্মী। সেখানে ১২টি ফায়ার ইঞ্জিন এবং বড় পানি ট্যাংকযুক্ত গাড়ি রয়েছে।

এছাড়া তারাগোনা অঞ্চলে সাতটি বিমান, দুটি হাইড্রোপ্লেন এবং ভারী যন্ত্রপাতি নিয়োজিত আছে। স্থানীয়দের ঘরের ভেতরে থাকতে এবং ধোঁয়া এড়াতে জানালা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview