Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে হস্তক্ষেপ না করতে পুতিকে ট্রাম্পের অনুরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৭:০২ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ০৭:০৪ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ না করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মজার ছলেই ছিল তার এই অনুরোধ।

২০১৬ সালে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যোগসাজশ নিয়ে অভিযোগ ওঠে।  তদন্তেও সেটি বেরিয়ে আসে। এদিকে ২০২০ সালের পরবর্তী নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও শুরু হয়ে গেছে ট্রাম্প শিবিরে।

বিবিসি জানায়, জাপানে জি২০ সম্মেলনে সাইডলাইনে দুই রাষ্ট্রনায়কের বৈঠক হয়েছে। সেখানে মজা করে পুতিনকে এ কথা বলেন ট্রাম্প।

হাসতে হাসতে পুতিনের দিকে আঙুল উঁচিয়ে ট্রাম্প বলেন, 'দয়া করে মার্কিন নির্বাচনে নাক গলাবেন না।'

২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার যোগসাজশের রবার্ট মুলারের তদন্তের পর এটিই প্রথম দেখা দুই প্রেসিডেন্টের মধ্যে।

ওই তদন্তে বেরিয়ে আসে, সাইবার অ্যাটাক চালিয়ে এবং মিথ্যা তথ্য ও সংবাদ ছড়িয়ে মার্কিন নির্বাচনকে প্রভাবিত করেছিল রাশিয়া।

 ট্রাম্পকে জিতিয়ে আনতে এই গোপন কর্মকাণ্ড চালায় দেশটি। যদিও শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট এই অভিযোগ অস্বীকার করেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রুশদের  সঙ্গে যোগসাজশও এই তদন্তে প্রমাণিত হয়নি।

Bootstrap Image Preview