Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের পর অবসর নিচ্ছেন না মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview


চলতি ইংল্যান্ড বিশ্বকাপের পরেই নাকি অবসর নিতে চেয়ে ছিলেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ম্যাশ। সাফ জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের পরেও দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন।

নিজের অবসর প্রসঙ্গে টাইগার ক্যাপ্টেন বলেন, 'দেখুন, আল্লাহ বাঁচিয়ে রাখলে সুস্থ রাখলে ইচ্ছে আছে। আন্তর্জাতিক ক্রিকেটের কি হবে জানি না, তবে সব কিছু মিলিয়ে ইচ্ছা ছিল ২০ বছর ক্রিকেট খেলার। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেট তা নয়, ধরেন ঢাকা লীগ, বিপিএল, এগুলো আমাদের বড় টুর্নামেন্ট।'

এদিকে মাশরাফির সিন্ধানে কোন প্রকার হস্তক্ষেপ করবে না বিসিবি। এমনটাই জানিয়েছেন দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পরিচালক জালাল ইউনুস। মাশরাফি খেলা চালিয়ে যেতে চায় কিনা এই সিদ্ধান্ত তাঁর ওপরই নির্ভর করছে।

‘সে দলের নেতৃত্বের দায়িত্ব বেশ ভালোভাবেই সামলাচ্ছে। তাই আমরা এই মুহূর্তে কোনো কিছু নিয়ে ভাবছি না। সে খেলা আরও চালিয়ে যেতে এবং দলের নেতৃত্বে থাকতে চায় কি না, সিদ্ধান্তটা তার। আমরা তার কোর্টে বল পাঠিয়ে দিয়েছি। বোর্ডের নজর এখন পুরোপুরি বিশ্বকাপের দিকে, যেখানে আমাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে।'

Bootstrap Image Preview