Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হামলা হলে ইরান একা থাকবে না: রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০২:৫১ PM

bdmorning Image Preview


রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যদি যুদ্ধের মতো কোনো পাগলামি পূর্ণ সিদ্ধান্ত নেয় তাহলে তেহরান একা থাকবে না বরং বহু দেশ তার পাশে দাঁড়াবে। ইরান ও আমেরিকার মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ একথা বললেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, গতকাল (বুধবার) কাবুলভ মস্কোয় সাংবাদিকদের বলেন, “আল্লাহ মাফ করুন, আমেরিকা যদি এককভাবে পাগলামিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান কখনো একা থাকবে না।” তিনি বলেন, “শুধু রাশিয়া নয় বরং বহু দেশ ইরানের প্রতি সহানুভূতিশীল।”

কাবুলভ বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সশস্ত্র সংঘাতের আশংকা রয়েছে তবে এখনো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব। তিনি বলেন, “প্রকৃতপক্ষে আমি যুদ্ধ চাই না। যখন আমরা যুদ্ধের কথা বলি তখন মাঝেমধ্যে তা স্বল্প সময়ের সংঘাতকে বোঝায়। দুর্ভাগ্যজনক হচ্ছে এই আশংকা এখন উড়িয়ে দেয়া যাচ্ছে না কারণ উত্তেজনা এখন চরমে। অবশ্য এটি এড়ানো অসম্ভব নয়; এজন্য রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

Bootstrap Image Preview