Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা, শ্যালক-দুলাভাই গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৯:১০ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে শ্যালক ও দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর দূর্গাপুর উপজেলার হায়াতপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাসেল উদ্দিন (২৫) ও তার দুলাভাই একই এলাকার আমোনিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে শাহীদ আলম (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামের কৃষক ফজলুর রহমানের মেয়ে স্থানীয় খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। মোবাইল ফোনের ভুল নম্বর থেকে ওই ছাত্রীর সাথে রাসেল উদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

রাসেল উদ্দিন নিজের প্রকৃত নাম পরিচয় গোপন রেখে ছদ্ম নামে প্রায় ৫ মাস ধরে ওই ছাত্রীর সাথে প্রেম করে আসছে। এ অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাসেল তার দুলাভাইকে সাথে নিয়ে আড়িয়ামোহন গ্রামে আসে।

এক পর্যায়ে স্কুলছাত্রীকে অপহরণের উদ্দ্যেশে কৌশলে বাড়ি থেকে বের করে জোরপূর্বক সিএনজি-চালিত অটোরিকশায় তোলার চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন আড়িয়ামোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে রাসেল ও তার দুলাভাইকে আটক করে। এদিকে জনতার উপস্থিতি টের পেয়ে অটোরিকশার অজ্ঞাত চালক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যার দিকে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাসেল ও তার দুলাভাইকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে রাসেল উদ্দিন ও তার দুলাভাই শাহীদ আলমের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। স্কুলছাত্রীর জবানবন্দী রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

 

 

Bootstrap Image Preview