Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইস্তাম্বুলে মেয়র নির্বাচনে ফের এরদোগানের দলের ভরাডুবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ১০:৫৩ AM
আপডেট: ২৪ জুন ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


তুরস্কের ইস্তাম্বুলে পুনরায় অনুষ্ঠিত মেয়র নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের একে পার্টির ফের পরাজয় হয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি ফলাফলে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছেন কামাল আতাতুর্কের রিপাবলিকান পিপলস পার্টি’র (সিএইচপি) প্রার্থী ইকরাম ইমামোগলু।

৯৯ দশমিক ৩৭ শতাংশ ভোট গণনা শেষে সিএইচপি-র প্রার্থী ইকরাম ইমামোগলু পেয়েছেন ৫৪ দশমিক ০৩ শতাংশ ভোট। অন্যদিকে একে পার্টি-র প্রার্থী বিনালি ইয়েলদ্রিম পেয়েছেন ৪৫ দশমিক ০৯ শতাংশ ভোট।

খবরে বলা হয়েছে, সিএইচপি’র প্রার্থী ইকরাম ইমামোগলু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭ লাখ ৭৭ হাজার ৫৮১ ভোট বেশী পেয়েছেন। যা গত মার্চের নির্বাচনে ব্যবধান ছিল মাত্র ১৩ হাজার ভোট।

এবারে ইকরাম ইমামোগলু ভোট পেয়েছেন ৪৭ লক্ষাধিক। অন্যদিকে বিনালি ইয়েলদ্রিম পান প্রায় ৪০ লাখ ভোট।

বিজয় ভাষণে ইকরাম ইমামোগলু ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, আপনারা সমগ্র বিশ্বের সামনে তুরস্কের গণতন্ত্রের গৌরব রক্ষা করেছেন।

ইতিমধ্যে বিনালি ইয়েলদ্রিম নির্বাচনে হার স্বীকার করে ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বিজয়ী ইকরাম ইমামোগলুকে অভিনন্দন জানান।

দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান সাদি গুভেন বলেন, ইস্তাম্বুলের মেয়র নির্বাচনের সরকারি ফলাফল শিগগিরই ঘোষণা করা হবে।

গত ৩১ মার্চে ইস্তাম্বুলে অনুষ্ঠিত নির্বাচনেও সিএইচপি’র প্রার্থী ইমামোগলু জয়লাভ করেন। পরাজিত হয়েছিলেন প্রেসিডেন্ট এরদোগানের একে পার্টির (একেপি) প্রার্থী।

তবে ফলের কয়েকসপ্তাহ পর একেপি’র আবেদনে মে মাসে তুরস্কের হাই ইলেকশন বোর্ড অনিয়মের অভিযোগে ওই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করে এবং ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। সূত্র: বিবিসি, আনাদোলু।

Bootstrap Image Preview