Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারী বর্ষণের আশঙ্কা বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


বৃষ্টির কারণে শ্রীলংকার সাথে পয়েন্ট ভাগা-ভাগি করতে হয়েছে টাইগারদের।  লংকানদের বিপক্ষে ওই ম্যাচটি জিততে পারলে সেমিফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে থাকতো বাংলাদেশ। 

টাইগারদের সামনে এখনো সুযোগ আছে তবে তার জন্য বাকি তিনটি ম্যাচই জিততে হবে। এমন সমীকরণ যখন সামনে তখন আগামীকালকের ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ। 

কারণ আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। সাউদাম্পটনে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে এই ম্যাচটি। তবে আবহাওয়া রিপোর্ট বলছে স্থানীয় সময় দুপুর ১২টায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। 

সাউদাম্পটনে স্থায়ী সময় বেলা ১টা হতে বিকাল ৫টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশে মেঘ থাকবে। এরপর সন্ধ্যা ৬টার দিকে আবারও হানা দিতে পারে বৃষ্টি। তবে বাকি সময় আর বৃষ্টির সম্ভাবনা নেই। 

Bootstrap Image Preview