Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক করা দশ ক্রিকেটার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ২৩ জুন ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview


বিশ্বকাপের মঞ্চ কিন্তু অন্য সকল মঞ্চের থেকে আলাদা। এখানে বড় কিছু করতে পারাটা একজন খেলোয়াড়ের জন্য অনেক বড় প্রাপ্তি। গতকাল আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ শামী। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এটিই শামীর প্রথম হ্যাটট্রিক। শামীর এমন বোলিং ঝড়ে ১১ রানে জয় পেয়েছে ভারত।

তবে বিশ্বকাপে শুধু শামীই হ্যাটট্রিক করেননি।  বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক করেছেন চেনত শর্মা, সাকলাইন মোশতাক, চামিন্দা ভাস, ব্রেট লি, লাসিথ মালিঙ্গা, কেমার রোচ, স্টিফেন ফিন ও জেপি ডুমিনির মতো তারকা বোলাররা।

তাহলে চলুন এক নজরে দেখে আসি তাঁরা কারাঃ

১। চলতি বিশ্বকাপে শনিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ  শামী।

২। ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন।

৩। ২০১৫ দ্বিতীয় বোলার হিসাবে শ্রীলংকার বিপক্ষে হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার জেপি ডুমিনি।

৪।২০১১ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার কোমার রোচ।

৫। ২০১১ সালের বিশ্বকাপের ওই আসরে ইতিহাসে দ্বিতীয় হ্যাটট্রিক করেন লাসিথ মালিঙ্গা। তিনি কেনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন।

৬।২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেন শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা।

৭। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন শ্রীলংকান সাবেক তারকা পেসার চামিন্দা ভাস।

৮। ২০০৩ সালে বিশ্বকাপের ওই একই আসরে কেনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ান তারকা পেসার ব্রেট লি।

৯।১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মোশতাক।

১০।১৯৮৭ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন ভারতের তারকা পেসার চেতন শর্মা।

Bootstrap Image Preview