Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ খেলতে না পারায় ভেঙে দেওয়া হলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১১:৩০ PM
আপডেট: ২২ জুন ২০১৯, ১১:৩০ PM

bdmorning Image Preview


আফগানিস্তানের কাছে হেরে চলতি দ্বাদশ বিশ্বকাপের টিকিট মেলেনি জিম্বাবুয়ের। বিশ্বকাপ না খেলার এই বিরহ সইতে না পেরে  ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে দেশটির সরকার। এরপর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনিসহ অন্যান্য পদে কর্মরত সবাইকে বহিষ্কার করা হয়েছে।

স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিটি (এসআরসি) একটি বিজ্ঞপ্তিতে বোর্ডের সব কর্মকর্তাকে বহিষ্কার করে। এসআরসি'র অধীনেই চলে দেশটির সকল ক্রীড়া অ্যাসোসিয়েশন।

বোর্ড ভেঙে দেওয়ার ফলে দেশটির ক্রিকেটে যেন এর প্রভাব না পড়ে, এজন্য গঠন করা হয়েছে একটি অন্তবর্তীকালিন কমিটি। এই কমিটিতে রয়েছেন ডেভিড এলম্যান-ব্রাউন, আহমেদ ইব্রাহিম, চার্লি পবার্টসন, সিপ্রিয়ান মানডেন, রবার্টসন চিনয়েংতেরে, সেকেসাই নোকওয়ারা এবং ডানকান ফ্রস্ট।

Bootstrap Image Preview