Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনে ইসরাইলের দেয়া কাটাতারের বেড়ায় মুরসি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০৬:৩৪ PM
আপডেট: ২২ জুন ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফিলিস্তিনের প্রতি ভিন্ন রকম টান ছিল মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। ফিলিস্তিন ইস্যুতে সবসময় সোচ্চার ছিলেন এই নেতা।

গাজাবাসীর সাপ্তাহিক কর্মসূচি ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনে এবার মুরসির বিষয়টিই প্রাধান্য পেয়েছে। মুরসির মুত্যুতে অনেক বেশি শোকাহত ফিলিস্তিনবাসী।

মাতৃভূমিতে ফেরার অধিকার দাবিতে চলা সাপ্তাহিক এ কর্মসূচিতে মুরসির প্ল্যাকার্ড বহন করেন গাজাবাসী। ফিলিস্তিনের গাজা আল-আন অনলাইনের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ইসরাইলের দেয়া কাটাতারের বেড়ায় মুরসির ছবি সম্বলিত ব্যানার টানিয়ে দেয়া হয়, যাতে লেখা ছিলো, ‘গাজাবাসীর সঙ্গে যে একাত্মতা পোষণ করেছিল, গাজা তাকে ভুলবে না।

প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার দায়িত্বশীল মূসা আবু মারযুক বলেন, ২০১২ সালে গাজায় ইসরাইলি আগ্রাসনের সময় মুরসি যে অবদান রেখেছেন, আমরা তা কখনও ভুলবো না।

মোহাম্মদ মুরসির মৃত্যুর দিন সোমবার রাতেই ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া ফিলিস্তিনি যুবকদের কয়েকটি সংগঠন মুরসির মৃত্যুতে দেশজুড়ে তিনদিনের শোক ঘোষণা করেছিল।

Bootstrap Image Preview