Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড় রান কিভাবে তাড়া করতে হয়, সেটা করে দেখালো বাংলাদেশঃ শোয়েব আকতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ২২ জুন ২০১৯, ১০:১৬ AM

bdmorning Image Preview


চলতি বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হারে বাংলাদেশ। তবে এ হারে কোন গ্লানি নেই। ৩৮২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে মুশফিকুর রহিমের অনবদ্য ১০২, মাহমুদুল্লাহ রিয়াদের ৬৯ ও তামিম ইকবালের ৬২ রানে ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ের দৃঢ় মানসিকতা দেখিয়েছে টাইগাররা। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের এমন লড়াকু মনোভাবে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার দলের পরফরমেন্সে প্রশংসা করে ঝড় উঠে। সেখানে বাংলাদেশের প্রশংসা করেছেন বিশ্বের সাবেক ক্রিকেট তারকারা।

এরমধ্যে আছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আকতার।

অস্ট্রেলিয়ার মত অন্যতম শক্তিশালী ও সেরা দলের বিপক্ষে ৩৮২ রানের টার্গেটের পর যেভাবেই লড়াই করেছে বাংলাদেশ, তা মুগ্ধ করেছে শোয়েবকেও। তাই ম্যাচ শেষে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শোয়েব টুইট করেন, ‘বাংলাদেশ আবারও অবিশ্বাস্য লড়াকু মানসিকতা দেখাল। তারা শেষ কয়েক ওভারে অতিরিক্ত রান দিয়ে ফেলেছে, নইলে ম্যাচটা তাদের হাতেই থাকত। বড় রান তারা কিভাবে তাড়া করে, সেটা করে দেখালো বাংলাদেশ।’

Bootstrap Image Preview