Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের ভয়ে ভারতকে সতর্ক করলেন কার্তিক 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৩:১৪ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৩:১৪ PM

bdmorning Image Preview


চলতি বিশ্বকাপের শুরু থেকেই বেশ দাপটের সাথে খেলছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের শক্তিশালী দল গুলোকে নাজেহাল করে ছাড়ছে টাইগাররা। ইতোমধ্যে ছয় ম্যাচে দুটি জয় ও একটি ড্র করেছে টিম টাইগাররা। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে হারলেও টাইগারদের খেলা দেখে মুগ্ধ হয়ে সারা বিশ্ব।

টাইগারদের এমন পারফম্যান্স দেখে টিম ইন্ডিয়াকে সতর্ক করলো দেশটির সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক।

আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে মুখোমুখি হবে মাশরাফিবাহিনী। ঐ ম্যাচে ভারতকে সতর্ক হতে বলেছেন এই সাবেক ক্রিকেটার।

ভারতকে সতর্ক করে তিনি বলেন, 'ভারত যদি মনে করে ব্যাটিং তাদের শক্তির জায়গা আর আমরা টসে জিতে ব্যাটিং করে একটা স্কোর দাঁড় করালাম।

বাংলাদেশের ফর্ম দেখে হয়তো ভিন্ন চিন্তা করতে হবে। দলগুলো খেয়াল করবেই। বাংলাদেশ এই বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্মেন্স দিচ্ছে। যেই আসছে, সবাই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আজ রিয়াদ এসে যেভাবে খেলল, এক কথায় অসাধারণ।'

Bootstrap Image Preview