Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বছিলায় ‘সেভেন স্টার বাহিনীর’ প্রধান তানভীর নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ২০ জুন ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তার নাম তানভীর আহম্মেদ অনিক (৩৬)।

বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তিনি স্থানীয় সেভেন স্টার নামক ‘শীর্ষ সন্ত্রাসী বাহিনীর’প্রধান। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

নিহত তানভীর আহম্মেদ অনিক স্থানীয় সেভেন স্টার নামক ‘শীর্ষ সন্ত্রাসী বাহিনীর’ প্রধান বলে দাবি করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে দেশি পিস্তল, বিদেশি রিভলবার ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদর দফতর থেকে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়, মোহাম্মদপুরের বছিলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম তানভীর আহম্মেদ অনিক।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার এসআই সাহিদুল ইসলাম জানান, ভোর পৌনে ৪টার দিকে র‍্যাব ২-এর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview