Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ১১:৩০ AM
আপডেট: ২০ জুন ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঢাকার কাওরান বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা এ কথা জানান।

অপহৃত সালাউদ্দিন গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের ফরহাদ মিয়ার ছেলে।

গ্রেফতার দুজন হলো, নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শফিক মিয়ার ছেলে সুজন মিয়া (৩২) ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে খোকন মিয়া (২৪)।

এসআই  রাজিব কুমার সাহা জানান, বুধবার অভিযুক্তদের আদালতে উপস্থিত করা হলে সুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জানা যায়, সালাহ উদ্দিনকে (১৯) চাকরি দেওয়ার কথা বলে অপহরণ করা হয়। পরে তার স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সোমবার সকালে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাকে অপহরণ করা হয়। বিকেলের দিকে অপহরণকারীরা মোবাইলের মাধ্যমে ভিকটিমের ভগ্নিপতি আলমগীর হোসেনের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় চালক আলমগীর হোসেন শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা জানান, অপহরণকারীদের দাবি অনুযায়ী বিকাশের মাধ্যমে ৩০০০ টাকা পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে মোবাইল নাম্বার ট্র্যাকিং করে ও অভিযান চালিয়ে ঢাকার কাওরান বাজার এলাকার লিটন ভ্যারাইটিজ অ্যান্ড কনফেকশনারি থেকে তাদের গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview