Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আদমজী ইপিজেডের দুটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গাড়িতে ওঠা নিয়ে হাতাহাতির ঘটনার জের ধরে দু’দল শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।  বুধবার (১৯ জুন) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেছে। পরে শিল্পাঞ্চল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১০ শ্রমিক আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল পুলিশ-৪, নারায়ণগঞ্জ জোনের পরিচালক পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।

শিল্পাঞ্চল পুলিশ-৪, নারায়ণগঞ্জ জোনের পরিচালক পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় অনন্ত হুয়াজিং ও ইউভারসেল নামের দুটি পোশাক কারখানার দুই শ্রমিকের মধ্যে বাসে ওঠা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে ঢাকার শনির আখড়া এলাকায় গিয়ে তাদের মধ্যে আবারও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দু দল শ্রমিক সংঘর্ষে জড়িয়ে পড়ে ।’

Bootstrap Image Preview