Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রাইম প্যাট্রোল দেখে চালককে খুন করে রিকশা ছিনতাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৯:০৬ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৯:০৬ PM

bdmorning Image Preview


ভারতীয় একটি টিভি সিরিয়াল ক্রাইম প্যাট্রোল। এই অনুষ্ঠানটিতে মূলত দেখানো হয় সমাজের নানান অপরাধের কাহিনী।

 

এই অনুষ্ঠান দেখে অনেকেই সচেতন হয়। তবে এবার ঘটেছে উল্টো একটি ঘটনা। ক্রাইম প্যাট্রোল দেখে তিন যুবক ঘটিয়েছে মারাত্মক এক অপরাধ। ঐ তিন যুবক সম্পর্কে বন্ধু হয়।

 

তারা মাত্র ৫ দিনের ব্যবধানে ঢাকার সাভার ও কেরানীগঞ্জে দুই রিকশাচালককে খুন করে। এর পর ছিনিয়ে নেয় তাদের রিকশা। এই ঘটনার রেষ কাটতে না কাটতেই আরও এক রিকশাচালককে খুন করার চেষ্টা করে তারা।

 

পুলিশ জানায়, গত ২৭ মার্চ কেরানীগঞ্জে জাকির হোসেন ও ২ এপ্রিল সাভারের ভাকুর্তায় মতিউর রহমান নামে দুই রিকশাচালককে তারা খুন করে। মতিউরকে খুন করার ঠিক ৯ দিন পর সাভারের ঝাউচরে মাইনুল নামের আরেক অটোরিকশা চালককে কুপিয়ে জখম করে তারা। এসব ঘটনায় প্রেক্ষিতে সাভার থানায় দুটি এবং কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। জিজ্ঞাসাবাদের সময় ঐ অপরাধীরা তাদের দোষ স্বীকার করে বলে, ভারতীয় টিভি চ্যানেলে ক্রাইম প্যাট্রোল দেখে উৎসাহিত হয়ে অটোরিকশা ছিনতাই করার পরিকল্পনা করে তারা।

 

সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান, কেরানীগঞ্জ ও সাভারে দুটি খুনের রহস্য আমাদের আজানা ছিল। কিন্তু সাভারে আরেকজন চালককে কুপিয়ে আহত করে রিকশা ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা আগের দুই খুনের রহস্যের জটলা খুলতে পারি। রিকশা ছিনতাইয়ের ঘটনার ৭ দিন পরেই আমরা বকুল আর তুষারকে গ্রেফতার করি। এ সময় রাসেল পলাতক ছিল। দুই দিন আগে রাসেলকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। পরে তারা আদালতে ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

Bootstrap Image Preview