Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে খোঁজ মিললো নদীতে নিখোঁজ জাদুকরের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview


অবশেষে খোঁজ মিললো নদীতে নিখোঁজ হয়ে যাওয়া সেই জাদুকরের। তবে জীবিত নয়, ওই জাদুকরের মৃতদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিখোঁজ হয়ে যাওয়ার পর সোমবারও দিনভর দফায় দফায় চলে তল্লাশি। অবশেষে গতকাল বিকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার করা হয় জাদুকরের দেহ।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, রবিবার পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে ওই জাদুকরকে হাত-পা বাঁধা অবস্থায় নামানো হয়। শিকলের বাঁধন খুলে উঠে আসবেন তিনি, সেটাই জাদু।

কিন্তু এটাই কাল হয়ে দাঁড়াল জাদুকরের। গঙ্গা নদীতে তাকে নামানোর পর পানিতে হারিয়ে যান।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর খবরে বলা হয়, ওই জাদুকরের আসল নাম চঞ্চল লাহিড়ি। তবে তিনি ম্যানড্রেক নামে পরিচিত। রবিবার পুলিশকে না জানিয়ে সময়ের আগেই ম্যাজিক শুরু করেন ম্যানড্রেক। এরআগে সকালে তিনি লঞ্চে করে মাঝগঙ্গায় যান। দুপুর দেড়টায় জাদু শুরুর অনুমতি নিয়েছিলেন তিনি। লঞ্চেই জাদুর প্রস্তুতি নেন। শিকল দিয়ে বাঁধা হয় জাদুকরের হাত-পা। সে অবস্থায় ক্রেনে করে ম্যানড্রেককে মাঝগঙ্গায় ফেলা হয়। শিকলের বাঁধন খুলে উঠে আসবেন তিনি। এ জন্য অপেক্ষা করতে থাকেন দর্শকরা।

কিন্তু অনেকক্ষণ পরও চঞ্চল লাহিড়ি নদী থেকে না ওঠায় তার সহযোগীরা থানায় খবর দেন। নৌ পুলিশ এসে জাদুকরের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করে। অবশেষে গতকাল বিকেলে জাদুকরের নিথর দেহের সন্ধান মিললো।

Bootstrap Image Preview