Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুবাইতে কিশোরকে ১১৫ টাকায় বলৎকার করত ইমাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


সংযুক্ত আরব আমিরাতে ১২ বছরের এক কিশোরকে অন্তত ৯ বার ১১৫ টাকা করে দিয়ে বলৎকার করত মসজিদের এক ইমাম। এই অভিযোগে ইতিমধ্যে অভিযুক্ত ওই ইমামের ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। 

প্রতিবেদনে অভিযুক্ত ইমামের পরিচয় দেয়া না হলেও ওই ইমাম এশিয়ার বলে উল্লেখ করা হয়েছে।

দেশটির পুলিশ জানায়, অভিযুক্ত ওই ইমাম এশার নামাজের পর ১২ বছরের ওই কিশোরকে মসজিদের কাছে তার রুমে নিয়ে যেত। সেখানে কয়েকবার কিশোরকে  বলৎকার করে।

ওই কিশোরের বাবা পুলিশকে জানান, তার স্ত্রী তার ছেলের আচরণে পরিবর্তন দেখে খুব চিন্তিত হয়ে পড়েন এবং লক্ষ করেন যে তাদের ছেলে এশার নামাজ থেকে দেরিতে বাসায় ফিরছে। এরপর তার মা ছেলের কাছ থেকে জানতে পারেন, ওই মসজিদের ইমাম তাকে ৯ বার তার কক্ষে ‘যৌন নির্যাতন’ করেছে।

ঘটনার শিকার ওই কিশোর তার মাকে জানান, ওই ইমাম তাকে তার কক্ষে গেলে বাংলাদেশি মুদ্রায় ১১৫ টাকা দিত। এছাড়া ওই ইমাম তাকে টাকা লাগলে এশা নামাজের পর যেতে বলতো।

ফরেনসিক রিপোর্টে ওই কিশোরকে ধর্ষণের প্রমাণ পেয়েছে দেশটির আদালত। দুবাইয়ের আজমান ফৌজদারি আদালত ৩১ বছর বয়সী ওই ইমামকে ৫ বছরের জেল দেয়।

 

Bootstrap Image Preview