Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দু'দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ১২:২৪ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ১২:২৪ PM

bdmorning Image Preview


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু'দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বৃহস্পতিবার উত্তর কোরিয়া যাচ্ছেন। কোরিয়া উপদ্বীপের চলমান সংকট নিরসনে তিনি দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

শি জিনপিং আরো জানান, এ সফর দু'দেশের মধ্যকার চলমান সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। তিনি এমন এক সময় উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন যখন যুক্তরাষ্ট্রের অবরোধে দেশটির অর্থনীতির বেহাল দশা।

এদিকে, দক্ষিণ কোরিয়া এ সফরের ব্যাপারে অনেক আশাবাদী। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আবারো আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হবে বলে দেশটি মনে করছে।

প্রসঙ্গত, গত ১৪ বছরের মধ্যে এটিই কোন চীনের প্রেসিডেন্টের প্রথম উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফর।

Bootstrap Image Preview