Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনে ভয়াবহ বন্যায় ৬১ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ১৫ জুন ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


চীনে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ৬১ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত দেশটিতে অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা।

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

দেশটির উদ্ধারকারী ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৬১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় তিন লাখ ৫৬ হাজার মানুষকে। উদ্ধার করা হয়েছে পানিতে আটকে পড়া চার হাজার ৩০০টি জনের বেশি বাসিন্দাকে।

চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বন্যায় নয় হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ৯৩ বিলিয়ন। বাংলাদেশি টাকায় যা ১৩ হাজার ৩১৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা প্রায়।

Bootstrap Image Preview