Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে ৫ পুলিশকে হত্যা করে অস্ত্র নিয়ে পালালো মাওবাদীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ১৫ জুন ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


ভারতের ঝাড়খন্ড প্রদেশে টহলরত পুলিশের ওপর হামলা চালিয়েছে মাওবাদীরা। এতে অন্তত ৫ জন পুলিশ নিহত হয়েছেন। হামলার পর পুলিশের অস্ত্র লুট করে পালায় মাওবাদীরা।

শুক্রবার ঝাড়খন্ডের সেরাইকেলা জেলায় সন্ধ্যা নাগাদ এ হামলার ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টহলরত পুলিশের ওপর দুই জন মাওবাদী হামলা চালায়। হামলার পর তারা পুলিশের অস্ত্র লুট করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মুরালি লাল মিনা বলেন, মাওবাদীরা পুলিশকে ঘিরে ফেলে এবং তাদের গুলি করে হত্যা করে।

হামলায় নিহত ৫ জন পুলিশের মধ্যে দুজন উপ-পরিদর্শক (এসআই) এবং বাকি তিনজন কনস্টেবল।

ইতিমধ্যে এ হামলার নিন্দা জানিয়েছেন ঝাড়খন্ড প্রদেশের মুখ্যমন্ত্রী রঘুবার দাস। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেব না।’

দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Bootstrap Image Preview