Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলের সিদ্ধান্তকে ভারতের সমর্থন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৯:৩৯ AM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০৯:৩৯ AM

bdmorning Image Preview


ফিলিস্তিনি জাতিমুক্তির লড়াইয়ের প্রতি ভারতের ঐতিহাসিক অঙ্গীকার থেকে বের হয়ে এসে ইসরাইলের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছে ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত সরকারের সময় জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নেয়া থেকে বিরত ছিল নয়াদিল্লি।

তবে এবারই প্রথম ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে তারা। প্রথমবারের মতো এক ফিলিস্তিনি সংগঠনের পর্যবেক্ষক মর্যাদা কেড়ে নেয়ার ইসরাইলি দাবির পক্ষে ভোট দিয়েছে মোদির দেশ।

৬ জুন জাতিসংঘ ফোরামে লেবাননভিত্তিক ফিলিস্তিনি সংগঠন ‘শাহেদ’-এর পর্যবেক্ষক স্ট্যাটাসের কেড়ে নেয়ার প্রস্তাব দেয় ইসরাইল।

‘শাহেদ’ মানবাধিকার নিয়ে কাজ করলেও ইসরাইলের দাবি এটি একটি সন্ত্রাসী সংগঠন। ওই ভোটাভুটিতে ভারত ছাড়াও ইসরাইলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও আয়ারল্যান্ডসহ ২৮টি দেশ। তবে ভোটাভুটিতে বিরুদ্ধে অবস্থান নেয় চীন, রাশিয়া, ইরান, তুরস্ক, পাকিস্তান, সুদান, আজারবাইজান, ইয়েমেন, সৌদি আরব, মিসর, বেলারুস, অ্যাঙ্গোলা, মরক্কো এবং ভেনিজুয়েলা। বিলটি পাস হয় ২৮-১৪ ভোটে।

Bootstrap Image Preview