Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপন চুক্তি ফাঁস করলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মেক্সিকোর সঙ্গে করা গোপন অভিবাসন চুক্তির কিছু অংশ অসাবধানতাবশত প্রকাশ করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (১১ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চুক্তির তথ্য থাকা একটি কাগজ তুলে ধরলে সাংবাদিকরা সেটির ছবি তোলেন। এতেই প্রকাশ হয়ে পড়ে ওই চুক্তির কিছু অংশ।

সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী প্রবেশের জন্য মেক্সিকোকে দায়ী করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বেড়ে যাওয়ায় ট্রাম্প মেক্সিকোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন এবং গতমাসে প্রথম ধাপে এটি কার্যকরও হয়।

এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে অভিবাসী ঠেকাতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত না জানালেও প্রাথমিকভাবে জানানো হয়, অনিয়মিত অভিবাসী ও মানবপাচার ঠেকাতে মেক্সিকো নজিরবিহীন পদক্ষেপ নেবে। চুক্তির আওতায় মেক্সিকো সরকার তাদের ন্যাশনাল গার্ড বাহিনীর ছয় হাজার সদস্যকে সোমবার থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তে মোতায়েন শুরু করবে।

মঙ্গলবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে চুক্তির শর্ত এবং এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি একে গোপন দাবি করে বিস্তারিত আলোচনায় অস্বীকৃতি জানান। তবে এসময় তিনি তার হাতে থাকা একটি কাগজ নাড়ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের তোলা ছবিতে দেখা গেছে, ওই কাগজটিতে চুক্তির শর্ত লেখা রয়েছে। ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, চুক্তিতে মেক্সিকোকে ‘নিরাপদ তৃতীয় দেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশ্য এ বিষয়টি এর আগেই সোমবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেছেন।

বিবিসি জানিয়েছে, মেক্সিকোকে তৃতীয় দেশ হিসেবে নির্ধারণ করা হলে অভিবাসীদের আবেদন প্রক্রিয়া আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর করা হবে না। বরং মেক্সিকো দিয়ে প্রবেশকারী অভিবাসীদের মেক্সিকোতেই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

Bootstrap Image Preview