Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মক্কা ঘোষণার ১৩ দফা চূড়ান্ত, জেরুজালেম হবে ফিলিস্তিনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মক্কায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ঘোষণার জন্য সুনির্দিষ্ট ১৩ দফা সুপারিশ চূড়ান্ত করেছে মুসলিম দেশগুলোর পররাষ্ট্র পর্যায়ের প্যানেল। সুপারিশে ফিলিস্তিন সঙ্কট সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে। এ ঘোষণায় জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হতে পারে।

আর বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে মুসলিম বিশ্বের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি বলেন, জাম্বিয়ার প্রস্তাবে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক আদালতে নিতে চায় বাংলাদেশ। আগামীকাল ওআইসি শীর্ষ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরবের সময় বুধবার রাত ১১টায় জেদ্দায় শুরু হয়েছে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এসময় এখানে যুক্ত হন বাংলাদেশ, সৌদি আরবসহ ৫৭ মুসলিম দেশের পররাষ্ট্র মন্ত্রীগণ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী গণমাধ্যমকে বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ মুসলিম বিশ্ব। এ সম্মেলনের গৃহীত সিদ্ধান্তগুলো মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে ভূমিকা রাখবে।

ওআইসি পুর্নগঠনের প্রস্তাব দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

তিনি বলেন, ৫৭টি দেশ। সাধারণত এটি শক্তিশালী হওয়ার কথা ছিল, কিন্তু সে রকমের শক্তিশালী না। ওআইসি আগের থেকে দুর্বল হয়ে গেছে।

এর আগে সম্মেলনে, সাইড লাইনে ওআইসি মহাসচিব ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সৌদি আরবসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী।

Bootstrap Image Preview