Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের নিষেধাজ্ঞার পরও হুয়াওয়ে ব্যবহারে সমর্থন দিলেন মাহাথির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৮:৪৩ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৮:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনা জায়ান্ট টেলিকম কোম্পানি হুয়াওয়ের টেক প্রযুক্তিকে পূর্ণ সমর্থন দিয়ে মালয়েশিয়ায় কাজের জন্য স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি মনে করেন এর মধ্যে হুয়াওয়ে আমেরিকান প্রযুক্তির ওপর অসাধারণ অগ্রগতি অর্জন করেছেন। 

বৃহস্পতিবার (৩০ মে) জাপানের টোকিওতে এশিয়া বার্ষিক সম্মেলনে মাহাথির মোহাম্মদ এ কথা বলেন।

টোকিওতে এক সম্মেলনে মাহাথির এ ঘোষণাকালে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেন। তবে, একই সঙ্গে তিনি বলেন, হুয়াওয়ের পণ্য ব্যবহার থেকে মালয়েশিয়াকে বিরত রাখা যাবে না।

ফিউচার অব এশিয়া ফোরামে ৯৩ বছর বয়সী ওই নেতা আরও বলেন, হ্যাঁ কিছু গোয়েন্দাগিরি হতে পারে। কিন্তু মালয়েশিয়ায় গোয়েন্দাগিরি করার কি আছে? কারণ, আমরা একটি খোলা বই।

তিনি বলেন, মালয়েশিয়ার চেয়ে হুয়াওয়ের গবেষণা সক্ষমতা অনেক বেশি। সুতরাং আমরা যতোটুকু সম্ভব তাদের প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করবো।

মাহাথির বলেন, সকলেই জানে যদি কোন দেশ মালয়েশিয়ার দিকে হাত বাড়াতে চায় তবে তাকে অনেক দূর পাড়ি দিতে হবে। আমরা বাধা দেবো না। কারণ, এটি সময়ের অপচয়।

চীনের বৃহৎ টেলিকম কোম্পানী হুয়াওয়ের বিরুদ্ধে গোপন নজরদারীসহ নানা বিতর্ক এবং যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষাপটে মাহাথির এ কথা বলেন। মার্কিন নিষেধাজ্ঞার পর পর কিছু দেশ বৈধতার দোহাই দিয়ে হুয়াওয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

Bootstrap Image Preview