Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে সোনাডুবি হাওর থেকে দুই জেলের ভাসমান লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৬:৩৫ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৬:৩৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সুনামগঞ্জের মধ্যনগর থানার সোনাডুবি হাওর থেকে দুই জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহ্ জামাল ও একই  ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের ছমেদ আলীর ছেলে মকবুল হোসেন।

বৃহস্পতিবার ভোরে সোনাডুবি হাওরে মাছ ধরতে গিয়ে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে ওই দুই জেলে নিখোঁজ হন।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোররাতে শাহ্ জামাল ও মকবুল হোসেন দু’জেলে একটি ছোট নৌকা নিয়ে সোনাডুবি হাওরে মাছ ধরতে যান।

হাওর মাছধরা কালে আকস্মিক কাল বৈশাখী ঝড় উঠলে ঢেউয়ের কবলে পরে তাদের নৌকাটি ডুবে গেলে তারা দু‘জনই  হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে থানা-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী কয়েকটি ট্রলার ও নৌকা নিয়ে ওই হাওরে তাদের সন্ধান চালানোর পর দুপুরের দিকে সোনাডুবি হাওর থেকেই ওই দু’জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবারবিকেলে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান দুই জেলে নিহত ও তাদের লাশ উদ্যারের বিষয়টি নিশ্চিত করেন।

Bootstrap Image Preview