Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশাল টিম নিয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রণবীর সিং!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৭:৪৯ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview


ক্রিকেট বিশ্বকাপ শুরু  হতে যাচ্ছে ৩০ জুন থেকে। তবে বেশ কিছুদিন আগে থেকেই বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। পুরো পৃথিবীর চোখ এখন ইংল্যান্ডে। বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দলগুলো এরই মাঝে পৌঁছে গেছে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে।

বলিউড হিরো রণবীর সিংও কিন্তু ক্রিকেট খেলতে ইংল্যান্ড পৌঁছে গেছেন। রীতিমতো একটি বিশাল টিম নিয়ে তিনি পৌঁছে গেছেন সেখানে। এতোটুকু পড়ে হয়তো অনেকে ভাবছেন এই হিরো কি এবার লাইট, ক্যামেরা, অ্যাকশনকে বিদায় জানিয়ে ভারতীয় ক্রিকেট দলে প্রবেশ করতে চলেছেন!

পাঠক চিন্তার কোন কারণ নেই। আপানদের প্রিয় নায়ক সিনেমা জগতকে গুডবাই বলছেন না। ১৯৮৩ সালে বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল ভারত। সেই দলের ক্যাপ্টেন ছিলেন কপিল দেব। সেই বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে নির্মিত হতে যাওয়া বলিউড সিনেমা ‘এইটি থ্রি’ এর শুটিং করতেই ইংল্যান্ড পাড়ি জমিয়েছেন নায়ক। ‘এইটি থ্রি’ সিনেমাটি পরিচালনা করবেন কবির খান। এই ছবিতে ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং।

জানা যায়, সিনেমার প্রথম লটের শুটিংয়ের জন্য ইতিমধ্যে ইংল্যান্ড পৌঁছে গেছে তারা। সত্যিকারের ক্রিকেট দলের মতোই দলীয় বাসে করে তাঁরা পৌঁছান মুম্বাই বিমানবন্দরে। দলের সবার পরনে ছিল কালো ব্লেজার ও নীল টাই। সবাই বেশ উৎফুল্ল মেজাজে ছিলি। সবাইকেই হাসি-ঠাট্টা করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ছবি পোস্ট করে রণবীর ছবির ক্যাপশন লিখেন, কপিল’স ডেভিলস্ বা কপিলের শয়তানেরা।

রণবীরের ঐ ছবিতে দেখা গেছে হার্দি সান্ধু, সাহিল খাত্তারদের। ‘এইটি থ্রি’ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে আদিনাথ কুঠারিকে। তিনি অভিনয় করবেন দিলীপ ভেংসরকারের ভূমিকায়। রোমাঞ্চিত এই অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যশপাল শর্মার চরিত্রে অভিনয় করবেন যত্ন শর্না, তিনিও পোস্ট করেছেন একটি ভিডিও। সাকিব সালিম অভিনয় করবেন ক্রিকেটার মহিন্দর অমরনাথের চরিত্রে, তিনিও পোস্ট করেছেন একটি ভিডিও। অভিনেতা চিরাগ পাতিল বাবা সন্দীপ পাতিলের চরিত্রে অভিনয় করবেন। ক্রিকেটপ্রেমীদের জন্য তিনিও একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন টুইটারে। এরা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন- পঙ্কজ ত্রিপাঠি, তাহির রাজ ভাসিন, অ্যামি ভিরক, জিভা প্রমুখ।

‘এইটি থ্রি’ ছবির শুটিং শুরুর আগে দলটি ক্রিকেটের প্রশিক্ষণ নিয়েছে ধর্মশালায় এক ট্রেনিং ক্যাম্পে। ঐ ক্যাম্পে ১৯৮৩ সালের বিশ্বকাপের প্রবীণ ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের পাশাপাশি প্রবীণদের পরামর্শ নিয়েছে দলটি। শোনা যাচ্ছে, ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

Bootstrap Image Preview